আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।তথ্য অনুসন্ধানে ওই ক্রয় সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল মো.এরশাদ প্রাং।
জমি নিয়ে বিরোধের সূত্রধরে ২০১৩ সালে একটি খুনের ঘটনা ঘটে। খুনের নেপথ্যে রফিকুলের নাম সবারই জানা।বিজ্ঞ আদালতে সেই খুনের মামলা আজও চলমান।প্রভাবশালীদের ছত্রছায়ায় রফিকুল আদালত থেকে জামিনে আজও এলাকায় বীরদর্পে ঘুরে বেড়ায়।রফিকুল ও তাঁর বাহিনীর দাপটে এলাকায় মানুষ মুখ খুলতে পারে না। বিবাদীদের হুমকি ধামকির ভয়ে গত কিছু দিন আগে ভুক্তভোগী মো.এরশাদ প্রাং বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান,উপজেলার পাঁচাপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের জমির বিরোধ সহ বিপ্রোবোয়ালিয়া গ্রামের মো.এরশাদ প্রাং'র একই গ্রামের মো.রফিকুলের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।এর সূত্র ধরে মো.রফিকুলের নেতৃত্বে রফিকুলের ভাই মো.রহিদুল মো.তহিদুল সহ বেশ কয়েক জন মিলে ওই জমিতে জোর করে হাল চাষ করার প্রস্তুতি গ্রহন করে। এতে বাধা দেওয়ায় মো.রফিকুল ও তাঁর লোকজন অকথ্য ভাষায় গলমন্দ করে মারধর করতে উদ্যত হয়। এ ঘটনার পর এরশাদ প্রাং বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ করেন।