আত্রাই( নওগাঁ) প্রতিনিধিঃ
“রুখবো দুর্নীতি , গরবো দেশ হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি দমন কমিশন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
সোমবার (২৭ফেব্রুয়ারি)দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আত্রাই নওগাঁর আয়োজনে উপজেলার তিনটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক মোঃ তানভীর আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান, সাধারণ সম্পাদক রায়হান উল কবির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুলবুল হোসেন,প্রধান শিক্ষক আজিম উদ্দিন সরদার, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
শেষে বিয়াম ল্যাবরেটরী স্কুল, আত্রাই উচ্চ বিদ্যালয় ও আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।
আল আমিন মিলন
আত্রাই(নওগাঁ)প্রতিনিধি
০১৭১৭৮৫৩৯৯০