ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরের ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ড.শিলা সেন বৃত্তি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯.৩০ টায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলী জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার পি এ এ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কো-অপ্ট সদস্য আবু নাঈম, এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুন নাহার।
এরপর ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৯ টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় । এছাড়া অভিভাবকদের সাবেক ছাত্রীদের এবং শিক্ষকদের খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।