জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় অব্যাহত শীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সোমবার (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, সকালে গাইবান্ধায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে। ফলে শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে । এতে করে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে অনেকটা কষ্ট পোহাতে হচ্ছে। এ বিবেচনায় সোমবার (২২ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২৩ জানুয়ারি) পর্যন্ত বিদ্যালয় বন্ধ দেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আরশাদ বলেন, তাপমাত্রা অব্যাহত থাকলে ছুটি বাড়ানো হবে।