ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ
হিন্দুধর্মাবলম্বীদের এ উৎসবকে স্বাগত জানাতে কয়েকশ নেতা কর্মী নিয়ে ছাতক শহরের পূজা মন্ডপগুলাতে ছোটে যান তরুন এই যুবলীগ নেতা।
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ২০ অক্টোবর (শুক্রবার) থেকে শুরু হয়েছিল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী (২৪ অক্টোবর) মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতনধর্মাবল্বীদের পাঁচ দিনব্যাপি এ উৎসবের।
উৎসবকে আনন্দমুখর করে তুলতে বিভিন্নভাবে আলোকপাত করা হয়েছে রাস্তা ও মন্ডপগুলোকে।
২২ অক্টোবর উৎসবের তৃতীয়দিন সন্ধায় ছাতক পৌরশহরের প্রত্যেকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন সাবেক পৌর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক,জেলা যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি। পরিদর্শনকালে প্রত্যেকটি মন্ডপের সভাপতি সাধারন সম্পাদকের সাথে পূজার শুভেচ্ছা ও কৌশল বিনিময় করে আর্থিক অনুদানও প্রদান করেন সাদমান মাহমুদ সানি।
এসময় মটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে পরিদর্শনে যোগ দেন ছাতক পৌর ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা।মটরসাইকেল বহরের মাধ্যমে সন্ধায় তাতিকোনা পূজা মন্ডপ থেকে পরিদর্শন শুরু করে শহরের সকল পুজা মন্ডপ পরিদর্শনের মাধ্যমে বাশখালা এলাকার পুজা মন্ডপে গিয়ে সমাপ্তি করেন। এরপর সুরমা নদীর উত্তর পারে আরও তিনটি পুজা মন্ডপ পরিদর্শনের মাধ্যমে হিন্দুধর্মাবলম্বীদের কে শারদীয় দু্গা উৎসবের শুভেচ্ছা জানান সাদমান মাহমুদ সানি। পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতায় করায় সাদমান মাহমুদ সানিকে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পুজা পরিচালানা কমিটির নেতৃবৃন্দ।