নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
টাংগাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম আনিসুরজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, মো. আনিসুর রহমান আনিস, মতিয়ার রহমান মতি, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, আব্দুল আলীম দুলাল, সংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম খান অপু, শেখ সামছুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।