নিজেস্ব প্রতিবেদক ঃ-
গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় বন্দরের মদনপুর সিএনজি স্ট্যান্ড থেকে ১টি ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাজা সহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী তাসলিমা (৪০) সোনারগাঁয়ের মুছারচর এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমা বলে সে মদনপুরেই সরবরাহ করার উদ্দেশ্যে আড়াইহাজার থেকে এই গাজাগুলোকে এনেছে।
এ বিষয়ে ইন্সপেক্টর মাসুদুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় আমরা তাসলিমাকে আটক করে তার সাথে থাকা ব্যাগে তল্লাশী করে ৫ কেজি গাজা পাই। আটককৃত তাসলিমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং থাকবে’।