অর্পিতা স্টাফ রিপোর্টারঃ-
আজ ২১ অক্টোবর আদিতমারীতে খাড়ুভাঁজ জে,এন,পি,এস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী এবং কিছু সংখ্যক শিক্ষার্থী ও অবিভাবকদের নিয়ে ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়। এ সময় সবার মাঝে উপস্থিত ছিলেন খাড়ুভাঁজ জে,এন,পি,এস বিদ্যালয়ের প্রতিষ্ঠতা প্রধান শিক্ষক শামসুন্নাহার মিলি। সকালে অর্ধনমিত পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যু ব্যক্তিদের আত্মার শান্তিতে দোয়া পাঠ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামসুন্নাহার মিলি বলেন বিশ্ব শান্তি রক্ষা ও ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে প্রত্যেকের ঘরে ঘরে দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করা উচিৎ। গত ১৯ শে অক্টোবর ২০২৩ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেন যেটার নম্বরঃ ০৪.০০.০০০০.৪২৩.২২.০০২.২২.৮২- সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলার ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করে হবে এবং ২১শে অক্টোবর ২০২৩ রোজ শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় থাকবে। এরই পরিপ্রেক্ষিতে আজ আদিতমারী উপজেলায় খাড়ুভাজ জে,এন,পি,এস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়।