ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে বঙ্গবন্ধু লেখক পরিষদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কথা ও কবিতায় বঙ্গবন্ধু স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট ২০২৩) বিকেলে লালমনিরহাট বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ভবন স্টেশন রোডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট বঙ্গবন্ধু লেখক পরিষদ এঁর সভাপতি নিশিকান্ত রায় এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের সাহিত্যর উজ্জ্বল নক্ষত্র কবি, কথাসাহিত্যিক ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি।
কবিদের মধ্যে কবিতা পাঠ ও আলোচনা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে উঠেন কবিদের শব্দে গাঁথুনির ফুল এসময় উপস্থিত ছিলেন কবি মাখন লাল দাস,কবি,কবি আব্দুল সালাম, কবি মাজহারুল মোর্শেদ, কবি শাহনাজ বেগম, কবি জেসমিন আক্তার, কবি কাব্য রাসেল, কবি আলেয়া ফেরদৌস লাকি, কবি এইচ এম আশিক, কবি ফারুক আহমেদ সূর্য। আলোচনায় ছিলেন সদর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বঙ্গবন্ধু পরিষদের গোপাল চন্দ্র রায়, বিশ্ব সাহিত্য কেন্দ্র লালমনিরহাটের ভ্রাম্যমান গ্রন্থাগারিক জাকির হোসেন।
এসময় বঙ্গবন্ধুকে নিয়ে ছোট সোনামনিরা বঙ্গবন্ধুর উপর কবিতা পাঠ করেন।