ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মেলায় চলতি-চারদিনব্যাপী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ পরিবারের নারীদের ঐতিহ্যবাহী সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ পুনাক জেলা পুলিশ লালমনিরহাট স্টল নং ০২
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যাক্ষণে পুনাকের নিজস্ব শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় বিসিক মেলার দর্শকরা এ অনুষ্ঠান উপভোগ করেন। সংগীত সন্ধ্যা আয়োজনে ছিলেন বাংলাদেশ নারী কল্যাণ সমিতি ( পুনাক) ও লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম এঁর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিসিক উদ্যোক্তা মেলা ২০২৩ এর আলোচনায় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম বক্তব্যে বলেন ভালো উদ্যোক্তা হওয়া জরুরি। এদেশে অনেক ভালো উদ্যোক্তা রয়েছে এই উদ্যোক্তারা তাদের কর্মদক্ষতায় ধরে রাখতে পারলে আগামীতে এর সুফল পাওয়া যাবে। উদ্যোক্তা হওয়া অনেক জরুরী আর এ বিষয় নিয়ে উদ্যোক্তাদের আরও নতুন নতুন পণ্য তৈরি করে ক্রেতাদের আকর্ষণ করতে হবে। তিনি আরও বলেন বর্তমান সরকার নারীদের বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে- কর্মশক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই নারী পুরুষ উদ্যোক্তার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার দারুণ ভুমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। আশা করা যায় এদেশের নারী পুরুষ উদ্যোক্তাদের প্রচেষ্টায় এদেশ একদিন সোনার বাংলায় রুপান্তরিত হবে।( পুনাক) নিয়ে তিনি বলেন ভবিষ্যতে (পুনাক) নিয়ে অনেক পরিকল্পনা আছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির। শেষে লালমনিরহাট জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক এহেছানুল হক ও মেলা কমিটির সকল পরিচালনাকারীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক এহেছানুল হক ও লালমনিরহাট ওসি ডিবি আমিরুল ইসলাম ও লালমনিরহাট বিসিকের কর্মকর্তাবৃন্দ।