হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগপন্থি পরিষদ। বাকি ছয়টি পদে বিএনপি-জামায়াত সমর্থিতরা জয়লাভ করে।
গতকাল বুধবার ৩১ (জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির হল রুমে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সে সময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, বাংলাদেশ বার কাউন্সিল রোল অ্যান্ড পাবলিকেশনস কমিটির চেয়ারম্যান ও কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুর রহমান প্রমূখ।
গত ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার বিকেলে ভোট গ্রহণ শেষে গভীর রাত পর্যন্ত গণনা চলে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ফল ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি গোলাম মোহাম্মদ।
সভাপতি পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন। বিজয়ী আওয়ামী লীগ সমর্থিতরা হলেন সভাপতি কায়সার আহমেদ লিটন, সহ -সভাপতি মশিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার পারভেজ লিমন, সহকারী গ্রন্থাগার সম্পাদক ফজলুল হক হিরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম খান রাকিব, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, কার্যনির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম, সুশীল কুমার সাহা, এ কে এম হাসান ফারুক রুমী ও রেজাউল বারি রন্টু।
বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন সহসভাপতি আলীমুল হক, সহসাধারণ সম্পাদক কামরুল হুদা, গ্রন্থাগার সম্পাদক নাদিম ইবনে মোস্তফা, সহকারী হিসাব নিরীক্ষক মাওলানা মুফতি মো. শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মীর রুহুল আমিন বাবু ও আমান উল্লাহ মণ্ডল। উল্লেখ্য ,সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।