হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
লাল,নীল,হলুদ, সবুজ নানা রঙের পতাকায় সাজানো হয়েছিলো ক্যাম্পাস । শিক্ষার্থীরা দলে দলে কলেজ ক্যাম্পাসের এদিক ওদিক ঘোরাঘুরি করছে, লম্বা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করছে নিজের সার্টিফিকেট। অনেকেই আবার দল বেধে মুঠোফোনে ছবি তুলেছে্। ৩ ফেব্রুয়ারি সকাল থেকেই এমন চিত্র দেখা গেছে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ।
এদিন প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষাবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩। এই আয়োজনে সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা থেকে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সব বন্ধু মিলে একসঙ্গে অনুষ্ঠানে এসেছি, এই সংবর্ধনা আমাদের অনুপ্রাণিত করেছে ।এখানে এসে আমরা অনেক পুরোনো বন্ধুর দেখা পেয়েছি। কী যে ভালো লাগছে, বলে বোঝানো সম্ভব নয়—জানায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আসা জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী মোছাঃ লিমু।
সকাল আটটা থেকে আমন্ত্রণপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় স্নাকস বক্স, ক্রেস্ট ও সার্টিফিকেট। সার্টিফিকেট নিয়ে শিক্ষার্থীরা বসে পড়ে দর্শকসারিতে। এ সময় উল্লাপাড়া উপজেলার সলঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় থেকে আসা জান্নাতুল ফেরদৌস জানায়, খুব সকালে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে সে। এখানে পৌঁছে এত বড় আয়োজন দেখে বেশ ভালো লাগছে। আমাদের সংবর্ধনা দেবার মত এমন উদ্যোগ আমাদেরকে অনুপ্রানিত করে ।
সকাল ১০ টায় সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। আয়োজন জুড়ে থাকে দেশাত্মবোধক গান, নাচ, বাউল, আধুনিক, ব্যান্ড সংগীতসহ নৃত্যানুষ্ঠান।অনুষ্ঠানের প্রধান অকর্ষণ ছিলো “যাদুর মেলা ” । এই পর্বে সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক গোলাম রেজা-ই রাব্বি পাঁচটি অকর্ষনিয় বিষয়ের ওপর যাদু প্রদর্শন করেন । এসময় পুরো কলেজ ক্যাস্পাস জুড়ে অবস্থানরত শিক্ষর্থীরা একদম নিরব হয়ে অত্যন্ত মনোযোগ সহকারে যাদু উপভো করে ।
সাংস্কৃতিক আয়োজনে সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরা পারফর্ম করেন। এছাড়াও এই অনুষ্ঠানের মধ্যভাগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অংশ গ্রহনে “মেধায় মাতি” অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ১১ জন শিক্ষার্থী আংশ নেন ।অনুষ্ঠান শেষে তাদের পুরস্কার বিতরন করেন সিরাজগঞ্জ বন্ধু সভার বন্ধুরা ।
শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর প্রতিনিধি আরিফুল গণি বলেন, বন্ধুরা তোমরা যে যেটা হতে চা্ও, যেটা করতে চাও, যা স্বপ্ন দেখে চলেছো তা বাস্তবায়নের জন্য কাজ করে যাবে। ভালো ছেলে মেয়ে হতে হলে তোমাদেরকে সবার আগে ভালো মানুষ হতে হবে ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আজম বলেন, জিপিএ–৫ পাওয়া বড় কথা নয়, বাংলাদেশকে এগিয়ে নিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বিবীত সোনার বাংলা গঠন করতে তোমাদের এখন থেকে নিজেকে গঠন করতে হবে ।তোমরাই আগামী দিনে দেশের কর্ণধার হবে । সেজন্য এখন থেকেই তোমাদের প্রস্তত হতে হবে ।
প্রথম আলো ট্রাস্টের সম্বয়ক মাহবুবা সুলতানা বলেন, ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি। প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন পারস্পরিক সহযোগিতা। মনের মধ্যে রাখতে হবে মা, ভাষা ও দেশের কথা। তোমরা বড় হলে দেশ বড় হবে, তোমরা জয়ী হলেই জয়ী হবে বাংলাদেশ।
শিক্ষার্থীদের উদ্দেশে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল, সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান ও বিশিষ্ট শিক্ষানুরাগী জান্নাত আরা হেনরী প্রমুখ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক লায়লা ফেরদৌস হিমেল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম,( সাজু), জেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ আইয়ুব আলী, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রথম আলো রায়গঞ্জ প্রতিনিধি মোঃ সাজেদুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভা উপদেষ্টা প্রদীপ সাহা, প্রথম আলো বন্ধুসভা সাবেক সভাপতি মেঃ হোসেন আলী (ছোট্র) সাবেক সাধারন সম্পাদক মোঃ হাসিব উদ্দীন সেখ, সাবেক সভাপতি মোঃ আবুল হাসেম, প্রথম আলো বন্ধুসভা সভাপতি মোঃ নাঈম সেখ, সাধারন সম্পাদক মোঃ গোলাম রেজা-ই রাব্বি, প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ বন্ধুসভার যুগ্ন সাধারণ সম্পাদক নূরে জান্নাত ও মুক্তিযুদ্ধ গবষেনা বিষয়ক সম্পাদক লিপা রাণী।