হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
” আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখে হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে” সিরাজগঞ্জে বাংলা সাহিত্য সংস্কৃতির প্রবাদ পুরুষ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে ৭ দিনব্যাপী অনুষ্ঠান মালার প্রথম দিনে বুধবার ২৪ মে, সকালে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা যেমন- সংগীত, কবিতা, নৃত্য, চিএাংকন অনুষ্ঠিত হয়।
বুধবার( ২৪মে, ২০২৩) সকাল ১০ টায় নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ১২৪তম, জন্মোৎসবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংগীত, কবিতা,নৃত্য চিএাংকন প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন, নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক হেলাল আহমেদ। এসময়ে আরো উপস্থিত ছিলেন নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক রায়হান কবির মিঠু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শেখ ইমরান মুরাদ, ও নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার মোঃ নজরুল ইসলাম, প্রদীপ সাহা, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন এর সাধারন সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সোহাগ, নাট্য অভিনেতা ও নাট্যজন শিবলী রহমান, গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতনের সাধনার সম্পাদক মোঃ হোসেন আলী ( ছোট্ট) প্রমূখ।