নিজেস্ব প্রতিবেদক ঃ-
প্রজ্ঞা ইউকে এর অর্থায়নে জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের নুনের টেকের চর এলাকার কৃষকদের মাঝে ১ একদিনের আলোচনা সভা ও স্যার বীজ ও নেট বিতরণ অনুষ্ঠিত হয়
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ রিয়াদ হাসান উপজেলা উপসহাকারী কৃষি কর্মকর্তা তিনি কৃষকদের দিক নিদর্শনা দেন এবং গরমের সময়ে কোন ফসল লাগালে বেশী ফলন হবে ফসলে পোকা মাকরে নষ্ট করলে কীটনাশক ব্যবহার করবে অথবা এক ধরনের হলুদ কাগজ আছে সেটা ব্যবহার করলে ক্ষতি কারক যে পোকা আছে সেটা নষ্ট হয়ে যাবে যদি জইবো স্যার ব্যবহার করলে জমির জন্য উপকারী হয় এবং জলবায়ু সমন্ধে ও বলেন
এসময়ে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা আক্তার প্রজ্ঞা সলিউশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রুবেল আলী জে এস এস কে এস এর কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম, মোঃ মনির হোসেন মেহেদী প্রমুখ