হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল “এই স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জে সালেহা ইসহাক সরকারি বালকিা উচ্চ বিদ্যালয়ে র্বাষকি ক্রীড়া প্রতযিোগতিা ও পুরস্কার বতিরণী ২০২৩ অনুষ্ঠিত হয়ছে।
সোমবার ( ২০ ফব্রেুয়ারি ) সকাল ১০ টায় ঐতহ্যিবাহী প্রাচীন বিদ্যাপীঠ সালেহা ইসহাক সরকারি উচ্চ বদ্যিালয়ে উচ্চ বদ্যিালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতযিোগতিা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সালেহা ইসহাক সরকারি বালকিা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলীর সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি অতরিক্তি জেলা প্রশাসক সিরাজগঞ্জ (শিক্ষা ও আইসিটি) উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবরি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালেহা ইসহাক সরকারি বালকিা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এস এম আল হালিম আজাদী। এছাড়াও আরো উপস্থতি ছিলেন সিনিয়র শিক্ষক আইরনি পারভীন, ,আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া কামাল, সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার খান, সিনিয়র শিক্ষক সিনিয়র শিক্ষক জান্নাতুল ফরেদৌস, সিনিয়র শিক্ষক রেজাউল করিম প্রমুখ